টাকায় জীবাণু থাকার ভয়ে ক্যালেন্ডার কেটে পাইপ বানাচ্ছে ইকবাল

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকে ইকবাল। ২৫ বছর বয়সী এই যুবকের একটা বিশেষ শখ হলো টাকা দিয়ে পাইপ বানানো।

how to get education loan, home loan, car loan, loan from bank without interest
তার রুমের একটা ড্রয়ার ভর্তি বিভিন্ন সাইজের পাইপ। প্রত্যেকটা পাইপ বানানো হয়েছে টাকা দিয়ে। দুই টাকাকার নোট থেকে শুরু করে হাজার টাকার নোট দিয়ে বানানো পাইপ গুলো দিয়ে ইকবাল কি করে তা জানা যায়নি।

পুরো মার্চ মাসব্যপী মাত্র ২০০০ টাকার Instalment-এ Yamaha Bike কিনতে পারবেন
তবে সে জানিয়েছে, প্রত্যেকটা পাইপ তার নিজ হাতে বানানো। প্রতিদিন অন্তত একটা করে নতুন পাইপ না বানালে তার ভালো লাগে না। রাতে তারাতারি ঘুম চলে আসে বলে জানিয়েছে ইকবাল।

কিন্তু সম্প্রতি টাকায় জীবাণু লেগে থাকে বলে খবর বেরিয়েছে শহরে। তাই স্বাস্থ্যসম্মত জীবন যাপন করা ইকবাল টাকা দিয়ে পাইপ বানানো বন্ধ করে দিয়েছে। ইদানিং সে ক্যালেন্ডারের পাতা কেটে পাইপ বানিয়ে তার শখ পূরণ করছে।

মাত্র ৫০০ টাকায় দলিলসহ Five Star Hotel এর শেয়ার কিনে নিন
তবে খুব শীঘ্রই অাবার সে টাকা দিয়ে পাইপ বানানো শুরু করবে বলে বন্ধুদের আস্বস্ত করেছে ইকবাল।

Leave a comment